ভুল

তুমি আমায় ডেকেছিলে, তাইত গিয়ে ছিলাম-
গিয়েই যখন ছিলাম,
যা কিছু মোর আছে-
জানিনা তার মূল্য কি কার কাছে,
তাইত দিয়ে দিলাম।
সেই ত হ’ল ভুল,
গন্ধ তুমি চেয়েছিলে,- আমি দিলাম ফুল!

আজকে তুমি বল্ছ আমায়- আর কোন কাজ নাই!
কাজই যখন নাই,
ঝরা দলে তার
গন্ধ ত নাই, নাইক শোভা আর-
দিচ্ছ ফেলে’ তাই!
ফুরাল তার কাজ-
গন্ধহারা দলগুলি তাই ভুঁয়ে লুটায় আজ।

একটা কথা শুধাই শুধু- যাচ্ছে পড়ে’ বেলা;
যাবেই যখন বেলা,
কাজ দিয়ে কি হবে?
ক্ষণেক পরে তেম্নি করে’ যবে
তারেও করবে হেলা!
হবে কি ভুল?
সবই যখন বন্ধ হবে- গন্ধ এবং ফুল।