১৩২৫-৪৪

সকলেরই তরে অগ্নি রয়ে গেছে- সূর্যের রশ্মির মতো অন্ধকার জীবাণুর কাছে।
কেবলই দেদীপ্যমান অধীর বিম্বের মতো প্রাণ
আপনাকে চিনে নেয়-
এই পৃথিবীর পথে বিকেলের প্রভাতের বিষম আলোয়
বিকেলের;- অথবা মুকুর থেকে- অথবা নদীর জল হতে যেন
সহসা বিমুক্তি পেয়ে- করতালি দিয়ে- হেসে-
কবেকার ভূতের মতন- নির্জন আগুন
আমাদের আলিসায় খেলা করে- বিবর্ণ দেয়ালে, মুখে।
১৩২৫ সাল থেকে উঠে দীর্ঘ বল্লমের মতো আলো
তেমনই মাঠের বুকে লেগে আছে আজ এই শব্দহীন
স্তিমিত বিকেলে; তবু আমি বীজাণুর মতো আজ
বধির দেয়াল আমি;- সোনালি অগ্নিও আত্মাহীন।