১৯৪০-এর এক সন্ধ্যা

আমার চোখের পথ ছেড়ে দিয়ে কলকাতা শহরের ভিড়ে
আশ্বিনের উড়ন্ত বাতাসে
কোথায় সে অন্তর্হিত হ’য়ে গেল- মানুষের মতন শরীরে
কোনোদিন যদি সে আবার ফিরে আসে
তাহ’লে ক্রশের মূর্তি চ’লে যেত উনিশশো চল্লিশ বছর
এক মুহূর্তের মতো শেষ ক’রে দিয়ে
সময়ের মতো- তৃণ হ’য়ে গেলে- তুমি
দ্বিতীয় জেনে নিয়ে।