আজ বিকেলের ধূসর আলোয়
তোমার সাথে দেখা
এতোটা দিন পথ চলেছি- শেষে
কালো মেঘের কেয়াবনের জলহিজলের দেশে
আমি তোমার পাতা শিশির
হাতের তুলির রেখা
বেতের ফলের মতন আমার ম্লান
চোখে তুমি হাজার বছর র’য়ে গেছো, আহা
সময় তোমার হাড়ের স্রোতে লেখা
সকল দারা-সুতের শিয়র ছেড়ে আমি একা
আকাশ আলো পাহাড় শিশির
সে কতো পৃথিবীর
তোমাকে শেখা যে কতো রমণীর
সে কতো রজনীর
আঁধার অবচেতন থেকে শেখা।
[রচনা: আগষ্ট-সেপ্টেম্বর ১৯৪৬]