আবার শুনিবে সিন্ধু

আবার শুনিবে সিন্ধু কাল ভোরে তোমাদের গান
সমুদ্রের বুকের উপরে
যত আলো যত ভোর যত রং খেলার সন্ধান
সময়ের হাত এসে যাহারে করে না কভু ম্লান
তোমাদের তরে

ডানাগুলো নাচিতেছে এলোমেলো হাওয়ার মতন
কার্তিকের ধানে
তবুও ক্ষণিক- স্বল্পপ্রাণ
মুছে যায় পৃথিবীর হাওয়া আর ধান
মৃত্যুর অজ্ঞানে

সমুদ্রের বুক থেকে নব-নব ভোর শুধু করিছ সঞ্চয়
ও হে সিন্ধুচিল,
তোমার ডানার শব্দে সমস্ত আঁধার
স্ফটিকের মতো ফুটে ওঠে বার-বার
সূর্যে ঝিলমিল

তোমার ডানার থেকে ভেসে ওঠে বিস্মৃত ছবির মতন
নিস্তব্ধতারাশি
জানালায় রাজকন্যা জন্ম লয়
হিরেকষ সমুদ্রের;- আতঙ্ক বিস্ময়
উঠিছে বিন্যাসি

চেয়ে দেখি তোমার ধবল ডানা উড়ে-উড়ে চ’লে যায় গভীর বিপদে
ফেনার কুয়াশা
অতিদূর সমুদ্রের- যেখানে আকাশ ভয়ে চুপ ক’রে আছে
যেখানে সমুদ্র ভাসে শিশিরের মতো শব্দে: রূপসির ঘুম ভাঙে পাছে
এই ভয়, এই ভালোবাসা

সেখানে অনন্ত কাল তুমিও, সমুদ্রচিল, আকাশের সাথে
দুলাও চামর
পৃথিবীর পথে রক্তে আমাদের মনে যেই মাছি জন্ম লয়
সেই দূর সিন্ধুর বিছানা প্রেম তাহাদের নয়
সেখানে স্বপ্নের ঘর- স্বপনের ঘর।