অবিনাশ দত্ত

দু’-হাত লম্বা অবিনাশ দত্তকে রোজ
অফিসে যেতে দেখি
চুল পেকে যাচ্ছে
চিন্তায় ব্যস্ততায় কপাল কালো
জিনের কোট খদ্দরের ধুতি কেমন বেখাপ্পা
চারিদিকে উচ্ছন্ন উচ্ছিষ্ট জীবনের ইসারা
এমন চমৎকার দু’-হাত, চেহারা
এমন দোহারা উঁচু লোক
এমন অবাধ্য অতৃপ্ত চোখ
কেমন ক’রে যে একটা চামড়ার কোম্পানীর
কেরানীর ডেস্কে মানায়!

অবিনাশ দত্ত তার প্রকাণ্ড লোমশ হাতে একটা
মদের বোতল ধ’রে-
একটা বিরাট জাহাজের ডেকে‌র ওপর সমুদ্রের
তালে-তালে নাচবে না কি?
চারিদিকে অগাধ নীল আকাশ
বাতাস হু-হু ক’রে ছুটছে
হাজার-হাজার উত্তাল বেলুনের মতো!