আঁধার থেকে উঠে এসে

আঁধার থেকে উঠে এসে অন্ধকারে ফুরিয়ে যাবার আগে
জীবনের এই সাদাকালো রঙের মুখে এসে
অন্য কোনও নতুন কথা নদী পাখি সূর্য মানুষের
নিকটে নেই বোধ করেছি- বলেছে সবই তারা।

মানুষকে তার দেশ শতাব্দীর লক্ষ্য মনে রেখে
তবুও বহিঃপৃথিবী ধ্রুব অধ্রুব সব-দিকে
গভীরভাবে তাকিয়ে স্থির করতে হয় প্রিয়
সত্য সেবা সংকল্পকে- না হ’লে সবই অনবনমনীয়।