আধো-মৃত কৃষকের মুখ

ধূসর ছাগল, ভিড়, আধো-মৃত কৃষকের মুখ।
তবু এক ইন্দ্রধনু স্থির হয়ে আছে
না জেনে সপ্তক রঙে স্নিগ্ধ সেই সিংহ-দ্বার দিয়ে
যত বার হেঁটে যায় তারা তত আলোকিত ছবির পুস্তকে
তাহাদের দেখি আমি;- হেমন্তের মাঠের মায়াবী
স’রে গেলে অন্ধকারে অগণন ক্ষয়িষ্ণু মানুষ
যে যার মৃত্যুর দিকে চ’লে যায়- হেমন্ত-বিকেল
শেষ হয়- রাত্রি আসে- আমার হৃদয়ে হাত রেখে
প্রান্তরের পারে এসে থেমে থাকে আবার বিকেল।