এই এক পৃথিবী

এই এক পৃথিবী
যেখানে লোক ঘুরে-ফিরে টাকার কথা বলে
আবার সেই পেটের ব্যবস্থার কথা
এক-এক জন লোককে দামি মনে হয়
সে খুব বেশি ইনকাম-ট্যাক্স দিতে পারছে ব’লে
সে খুব ডাল, মাংস, মশলা, মদ, দুধ বা মধু
তার টেবিলে ছড়িয়ে রাখতে পারে ব’লে
এই সব শক্তিকে আমরা স্বীকার করি
মেয়েমানুষরাও এই সব পুরুষের জীবনের ব্যবস্থাকে ভালোবাসে
এবং তাদের দিয়ে সন্তান সৃষ্টি করে
তা না হ’লে
পৃথিবী এত দিনে ভ্যাগাবন্ডে ভ’রে যেত
মানুষের পোশাক-পরিচ্ছদ, হ্যাট-কোট, মোটর, ডিনার ও প্রাসাদের উপকরণ
এইগুলোই শুধু
মেয়েমানুষের হৃদয়ে প্রেমেরও সঞ্চার করে
তার শরীরকে সৃষ্টির পাত্র ক’রে তোলে
তার সন্তানেরা ঘুরে-ফিরে সেই টাকার কথা বলে তাই
চাকরির কথা, মাইনের কথা, ইনক্রিমেন্ট, রয়্যালটি, কমিশন ও ইন্টারেস্টের কথা
চাল-ডাল-দুধ বাড়িভাড়ার কথা
একটা টাকাও বেশি পেয়ে খানিকটা খাঁটি আনন্দের কথা
একটা টাকাও কম পেয়ে খানিকটা খাঁটি বিষণ্নতার কথা
এই সব আন্তরিকতা নিয়ে
এই পৃথিবী!