এই চাই

এই চাই: উপনিষদেরে তুমি রেখে দাও- সে-সব ধূসর বড়
নিগূঢ় ঠিকানা যেন এক দিন আপনারে ভাবিয়াছে
তার পর যেন এই ভ্রাম্যমাণ ইহুদির মতো
বিষুবরেখার সাথে গোল হয়ে ঘুরে ঘুরে ঘুরে
যেই সব শব্দহীন দ্বীপপুঞ্জে দূরে
যেই সব দূর দ্বীপে- তিমিরের গন্ধ-ভরা কাঠ আছে- কাঠের খোদাই
তবুও যে-সব ছবি মানবের প্রাণে আজও জন্মে নাই
তাহাদের খুঁজিতেছে…
যেই সব ডোডোপাখি শামুক গুগলি’গুলি ভাঙা প্লেট করাতের গুঁড়ো খেয়ে-খেয়ে
পিতা মাতা বনিতার সময়ের প্রতিভার শক্ত হেঁয়ালির পানে চেয়ে
কঠিন কাঠের-ঘোড়া সাজে গিয়ে কার্নিভালে- জীবনের অনুপম বিদূষক বেশে
সিদ্ধ তালবেগুনের মতো নীল কলরবে হেসে
সময়ের সুশাসন রাখিতেছে ঠেসে
যারা জল খায়, আর কথা কয় নদীর ভাষায়
মাথায় বাঁদরটুপি বামনের মতো নেচে মরণেরে কেবল হাসায়
তাহাদের খুঁজিতেছে চির-দিন।