এই জীবনের পথে

এই জীবনের পথে আমি আজ দৃষ্টিহীন নাবিকের মতো
অপরের সমীচীন দৃষ্টির নির্দেশে
অচেতন নীল জল থেকে দূর জলে
চলেছি বিম্বের মতো ভেসে
শুনেছি কোথাও এক শতাব্দীর মিতব্যয়ী মন
(তবুও নিলেমে চ’ড়ে) জানি না ক’ অপ্রস্তুত হতে
শুনেছি চলেছি আমি সাড়ে-তিন হাতে আজও
লোক-পরিচিত প্রমাণিত ব’লে
জনমত- অন্ধকার লোকমতামতে
চলেছি দৈবের দিকে?
যে-আকাশ জনতার সন্ততির নিরাশার পিছে
প’ড়ে আছে- অথবা মৃত্যুর পরে যেখানে শান্তিতে বসবাস
করা যায়- অথবা যাদের আমি প্রতিহত ক’রে যাই আজ
অথবা যে-সব জ্ঞান জ্ঞানময় বলে মনে হয়
অথবা যে-সব আশা আশা ব’লে মনে হয় আজ
সকলই হন্ত্রীর মতো-
জ্ঞানপাপী হয়ে তবু যাকে আমি বধ করি আজ
জ্ঞানপাপী হয়ে হয়ে যাকে আমি ভালোবাসি ব’লে মনে হয়
যাকে আমি অবহেলা করি
সকলই মৈথুননীল পেঙ্গুইন
তবুও সত্যের পরিচয়
নিজের নিপট গুণে ভেদ করে যদি এই মোহান্ধতাকে
তবে সে তা ক’রে যায়। বিনয়ের অবসান হলে
তবুও বিনয়ী হয়ে ওরা কাল ভোরবেলা হয়তো-বা পেয়ে যাবে তাকে।