এই মাঠে ক্ষেতে

এই মাঠে খেতে
বৈশাখের দুপুর
হৃদয়কে কোন দূর সমুদ্রের শব্দ শোনায়;-
কোথায় নিয়ে যায়!
আকাশের বিস্মিত চিলগুলো
না জানি কোন বিপদসঙ্কুল সাদা ফেনার চলকানির ভিতর
অদ্ভুত সমুদ্রে
কাকে দেখতে পেয়েছে!
আমিও দেখেছি!
আমরা আর ফিরে যাব না
সাগরের পথে ধূসর ভূত হয়ে থাকব
লক্ষ-লক্ষ বছর।