এই পৃথিবীর খেলা

ফুরিয়ে গেছে এই পৃথিবীর খেলা
ফুরিয়ে গেছে

রাত্রির অধোমুখ অজস্র ফুলের মতো
ঘন রঙ্গিন অন্ধকারের ভিতর গিয়ে বসেছে সে আজ
নির্জন অন্ধকারের কোলে বসেছে

সারা-দিনের ধোঁয়া ধুলো আকাঙ্ক্ষার রক্ত
অন্ধকারের পিপাসা আমাদের হৃদয়ে জাগায়

লেবুফুলের গন্ধভরা ঘন রঙিন অন্ধকার
যেখানে সবুজ লেবু’র জন্ম হয় না কোনও দিন
সেই অন্ধকারে;
পৃথিবীর উদ্যম, ফল, সফলতার রূঢ়তা নেই।
সেই অন্ধকারে;
কোনও অঙ্কুর আসে না দীর্ঘ পথ চলবার লোভে
উদযাপনের উল্লাসে রুক্ষ- আরক্ত হয়ে উঠবার জন্য
কোনও অঙ্কুর জাগে না।

লেবুর জন্ম হয় না কোনও দিন
সেই অন্ধকারে
লেবুফুলের গন্ধভরা ঘন রঙিন অন্ধকারে
সেইখানে
রাত্রির অধোমুখ অজস্র ফুলের মতো
ঘন রঙিন অন্ধকারের ভিতর গিয়ে বসেছে সে আজ
নির্জন অন্ধকারের কোলে বসেছে।