এই শান্তি (সংযোজিত)

এইখানে এক দিন তুমি এসে বসেছিলে- তারপর কত দিন আমি
তোমারে রয়েছি ভুলে- এক দিন তুমি এসে বসেছিলে কখন এখানে
মুছেছে জীবন থেকে- ফড়িঙের মতো আমি ধানের ছড়ার ‘পরে নামি

জীবনেরে বুঝিয়াছি; আমি ভালোবাসিয়াছি- সেই সব ভালোবাসা প্রাণে
বেদনা আনে না কোনও- তুমি শুধু এক দিন ব্যথা হ’য়ে এসেছিলে কবে
সে-দিকে ফিরি নি আর- চড়ুয়ের মতো আমি ঘাস খড় পাতার আহ্বানে

চ’লে গেছি; এ-জীবন কবে যেন মাঠে-মাঠে ঘাস হয়ে র’বে
নীল আকাশের নীচে অঘ্রানের ভোরে এক- এই শান্তি পেয়েছি জীবনে
শীতের ঝাপসা ভোরে এ-জীবন ভেলভেট জ্যাকেটের মাছরাঙা হবে

এক দিন- হেমন্তের সারা দিন তবুও বেদনা এল- তুমি এলে মনে
হেমন্তের সারা দিন- অনেক গভীর রাত- অনেক-অনেক দিন আরও
তোমার মুখের কথা- ঠোঁট রঙ চোখ চুল- এই সব ব্যথা আহরণে

অনেক মূহুর্ত কেটে গেল, আহা;- তারপর- তবু শেষে শান্তি এল মনে
যখন বেগুনি নীল প্রজাপতি কাঁচপোকা আবার নেমেছে মাঠে বনে।