এই সব পাতা

দিনের আলোয় এই সব পাতা ছড়িয়ে আছে
প্রান্তরের থেকে প্রান্তরে- যত দূর যাই
পাতার ভিড়
সবুজ ঘাসের উপর রং ছড়িয়ে ঘুমিয়ে আছে
মখমলের মতো তাদের শরীর;
তাদের বাদামি ঘ্রাণে আমার হৃদয়ে নীরব আস্বাদের জন্ম হয়,
পাশে বড়-বড় গাছ দাঁড়িয়ে আছে সব
তাদের আঁকাবাঁকা আকাঙক্ষা আকাশের দিকে চ’লে গিয়েছে
এমনই বড়-বড় গাছ দাঁড়িয়ে আছে দিকে-দিকে
নীল আকাশ যেন হাতের কাছে আমার
পায়ের নিচে বাদামি পাতার সমুদ্র
চকোলেট-রঙের পাতার আকাশ-