এই বার ছুটি পেয়ে

এই বার ছুটি পেয়ে
ফিরিব না পৃথিবীতে আর!
মূর্তি যারা গড়ে শুধু রুপার-সোনার,
তাহাদের হাত থেকে ছাড়া পেয়ে মন
হবে না ক’ কোনও কাঠ গাছ ধাতু দাঁত আর হাড়ের মতন!
আমারে পাবে না খুঁজে আর কোনও মায়াবীর মন!
আমারে পাবে না খুঁজে-
আমারে পাবে না খুঁজে যেইখানে বাদুড়ের ডানা নড়ে-চড়ে
কোনও এক গুহার কোটরে
পৃথিবীর ‘পরে!
তোমাদের হাত থেকে ছাড়া পেয়ে মন
হবে না ক’ কোনও কাঠ গাছ ধাতু দাঁত আর হাড়ের মতন!
আমাদের পাবে না খুঁজে আর কোনও মায়াবীর মন!

কবিতীর্থ। আশ্বিন ১৪০৭