এইখানে চারিদিক থেকে

এইখানে
চারিদিক থেকে
সমুদ্র আসছে
কোথায় যে এই সমুদ্র সব ছিল!
তারা সব মাঝ-সমুদ্রে ছিল
পৃথিবীর আর কোথাও তাদের পাওয়া যাবে না।

এইখানে অসংখ্য সমুদ্র সিংহের মতো কেশর তুলে
বাতাসে বাতাসে হাউ-হাউ ক’রে ঘুরছে;
প্রাণ কেঁপে ওঠে;
কোন গোপন গুহার থেকে হুঙ্কার তুলে বেরিয়ে আসছে তারা
এই সিংহীদের সুন্দর ভীষণ মুখ
এই দুপুরের রোদে
কী বিজন!
তাদের হুঙ্কার
কী নিস্তব্ধ!

এই অজস্র সমুদ্র
এক জন একাকী মানব শুধু
তুমি।

জীবন এখানে গভীর বিপদে ভরা
যে-দিন হঠাৎ জানালায় তোমাকে দেখেছিলাম
প্রথম
বিপদের থেকে বিপদের পথে এক মুহূর্তে
মাঝ-সমুদ্রের ভিতরে চ’লে এসেছিলাম না কি!

সেই থেকে মধ্য-সমুদ্রের বিস্ময় আমাকে পেয়ে বসেছে
দূর থেকে দূরে- আরও দূরে
কোনও মাঝ-সাগরে
হে আমার হৃদয়!

যেখানে অসংখ্য সমুদ্র সিংহের মতো কেশর তুলে
বাতাসে বাতাসে হাউ-হাউ ক’রে ঘুরছে;
প্রাণ কেঁপে ওঠে;
কোন গোপন গুহার থেকে হুঙ্কার তুলে বেরিয়ে আসছে তারা
এই সিংহীদের সুন্দর ভীষণ মুখ
এই দুপুরের রোদে
কী বিজন!
তাদের হুঙ্কার
কী নিস্তব্ধ!