এইখানে ধর্মমন্দিরের

এইখানে ধর্মমন্দিরের শান্ত বিবর্ণ দেয়াল
চারি-দিকে রাত্রির সীমা
একটি মানুষ সাদা পাখির মতন স্কাই-লাইটে
চেয়ে থেকে দেখেছিল নীলিমা মহিমা
বহু যুগ শেষ ক’রে একটি মানুষ
ঢের আগে এখানে বসায়ে তারে রেখেছিল কে

নীরবে খেতের দিকে চ’লে যায় চাষা
মাটি আর মানুষের অন্ধ সত্যে জেগেছে ফসল
সত্যের পরিধি তবু হাট-বন্দরের রেটে পূর্ণ হয়ে আসে
রয়ে গেছে চুষে খায় বাড়াতেছে জন্মান্ধতা বল
বহু যুগ শেষ ক’রে গিয়েছে মানুষ
ঢের আগে এখানে বসায়ে তারে রেখেছিল কে

গাধা’র ধূসর পিঠ জেগে ওঠে বায়ুর ভিতরে
তাহার উপরে এক দার্শনিক ব’সে
মন্দিরের কাছে গেলে শূন্যের ভিতরে
আর্তনাদ করে পৃথিবীর জরৎকারু প্রিয়প্রতিমের মতো
বহু যুগ শেষ ক’রে গিয়েছে মানুষ
ঢের আগে এখানে বসায়ে তারে রেখেছিল কে

যুদ্ধের ঘাঁটির দিকে উড়েছে ডাকের কবুতর
সব প্রীতি প্রকৃতির থেকে মুক্তি নিয়ে
লাল নীল, নেভি নীল, স্টিল নীল ভাবে
প্রতিভাত আকাশ ডিঙিয়ে
বহু যুগ শেষ ক’রে গিয়েছে মানুষ
ঢের আগে এখানে বসায়ে তারে রেখেছিল কে।