এইখানে পবিত্র এ-পৃথিবীর

এইখানে পবিত্র এ-পৃথিবীর মাটির উপরে
জন্ম হয়েছিল তার- বন্ধু আজ মৃত
এখানে ঘাসের দিকে তাকালে হৃদয় যদি ভীত
হয়ে ওঠে- ধোঁয়াটে হেঁয়ালি যদি গোল হয়ে ঘোরে
(কোমলতা খুঁজে পায় এই সব পাথরের স্তরে)-
ব’লে টা-টা ক’রে হাসে ধনেশ মিথুন দু’টি উপরের ডালে
টা-টা ক’রে হাসে
যেন যত দূর হাসি চ’লে যায় নীলাভ আকাশে
সূচ হয়ে ঢুকে প’ড়ে (সেই হাসি) বার হয় ব্রহ্মাণ্ডের ফালে।

এখানে একটি ক্যাম্প প’ড়ে আছে এখন আশ্চর্য অনাদরে
এখানে বন্ধুত্বে তার সময় বা জীবন কাটাতে
সকলেই কুটো নিলে তবুও নেয় নি কুটো দাঁতে
যখন সময় তার দশম দশায় গিয়ে তরে
মনে ক’রে নিয়েছিল (এই বার) সূচনার কাজ করা ভালো
যুগ বিবর্তনে আজ মানুষের লেজ নেই (এই) অনুভব ক’রে নিয়ে
চ’লে যেতে চেয়েছিল তার পর আপনার শরীরের ছায়াকে ডিঙিয়ে
ছায়ার ভিতর থেকে উঠে এসে যখন শরীর তার পথ আটকালো।