আজ এই অন্ধকারে

আজ এই অন্ধকারে কোন কথা ভাবিতেছে পৃথিবীর সকল নেশন
কোন ব্যথা তাহাদের? ব্যথা না কি? অপচয় জীবনেরে অসম্ভ্রম না কি?
জীবনের অসম্ভ্রম;- জীবন কী? অন্ধকার মাঠে এসে জেনেছে তা মন

আমাদের মাঠে এই; এইখানে ডিম পাড়ে নীড় বাঁধে তাই যে জোনাকি
এখানে রয়েছে শান্তি জেনেছে সে; মানুষের ঢের আগে কীট পাখি ঘাস
জানে তাহা; নদীর এ-পাড়ে এই উঁচু-উঁচু শালের ভিতর থেকে পাখি

অনেক নীরব পাখি জেগে আছে- এই শান্ত রাত্রি ভ’রে দেখিতেছে নক্ষত্র আকাশ
হেলিওট্রোপের মতো পৃথিবী ছড়ায়ে আছে মৃদু হয়ে- এই ছবি ঘ্রাণ
ইহারে জীবন বলে, জানিতেছি; মানুষের মতলব- রক্ত- সর্বনাশ

তবু কেন জীবনেরে মেচড়ায়? নিজে মরে- কেন মারে নেশনের প্রাণ
পৃথিবী কি শান্ত নয়? মানুষের ব্যতিরেকে রয় না কি নরম সুন্দর
নরম গভীর, আহা, রয় তারা,- রয় তারা; স্নিগ্ধ হয় চোখ চুল কান

আমার আঙুল রোম- এ জীবন; জ্ঞান নয়, জ্ঞান নয়- করেছি যে ভর
শান্তির উপরে আমি;- রেখেছি আমার মাথা ঘাস ছায়া শিশিরের ‘পর।