আজ রাতে দরজায়

আজ রাতে দরজায় এসেছিল আশ্বিনের মেঘ
ধূসর ঘোড়ার মতো তাহার আবেগ

আমারে সে নিয়ে যাবে পাহাড়ের দীর্ঘতম গাছের ও-পারে
মৌমাছি’র ভিড় ছেড়ে বড় চাঁদ যেইখানে সমুদ্রের ধারে।

রাজা- যুবরাজ- নেতা- যোদ্ধাদের হাড়
পৃথিবীতে অবিরাম গড়িতেছে মাটির পাহাড়

এই সব অন্ধকার রক্ত আর রৌদ্রের রতি
ছেড়ে দিয়ে হৃদয়েরে দেবে অব্যাহতি

কাননের জ্যোৎস্নায়- মেহগিনি গাছের শরীরে
সোনালি চিলেরা নখ আঁচড়ায় নীল-নীল নক্ষত্রের ভিড়ে

সেইখানে; পৃথিবীতে এক দিন চাও নি কি ধূসর কাপড়
সব লজ্জা- সব গ্লানি ঢেকে দিক- তবুও নগ্নতা নিরন্তর

জন্তুর মতন প্রাণে লেগে থাকে- দেহের ডগায়
পশুর লেজের মতো- অনাবৃত ব্যঙ্গ-বেদনায়

হে ধূসর ঘোড়া, তুমি নিয়ে যাও দ্বীপের ও-পারে দ্বীপ-আভার ও-পারে
কুকুর, কোকিল, স্মৃতি নাই যেই সমুদ্রের ধারে।