আজ ভোরে দরজায়

আজ ভোরে দরজায় এসেছিল উষা’র জীবন
বলিল, সে এক সেতু আছে
ফিরে যেতে পারো তুমি আবার সে-অতীতের কাছে

কোকিলের গানে মাঘ-ভোরে জন্ম নিল সম্মোহন
আমলকী গাছ থেকে গাছে
সেই সব বনে আজও কবেকার বালকের প্রাণ বেঁচে আছে

আজও সে জানে নি প্রেম- চেনে নাই কোনও বালিকারে
খোকা তুমি আরও বড় হবে
এ-কথা কোকিল তারে ব’লে যায়- শোনে খোকা উপেক্ষার মতন নীরবে

এক দিন খইখেত ছেড়ে দিয়ে চ’লে যাবে নীলশাড়ি নদীর ও-পারে
আরও বড় হয়ে তুমি চ’লে যাবে কবে
নীল শাড়ি? রাজহাঁস? জ্যোৎস্না-সিঁড়ি?- আধো-রোমাঞ্চিত হয়ে ভাবে সে নীরবে।