আকাশ, নক্ষত্র, নদী

আকাশ, নক্ষত্র, নদী মানুষের হাতে মৃত পাখি ও মানব
মনে হয় প্রতিভাত হয়ে থাকে চুপে
কোনো এক অণৃতকে ঘিরে তার সৌন্দর্যের মতো
বিভ্রম জাগায়ে যায় মানুষের মনে এই কান
যা জানে তা জ্ঞান ব’লে মনে হয় স্বভাববশত।