আকাশে জ্যোৎস্না

আকাশে জ্যোৎস্না- বনের পথে চিতাবাঘের গায়ের ঘ্রাণ
হৃদয় আমার হরিণ যেন
রাত্রির এই নীরবতার ভিতর কোন্ দিকে চলেছি
রুপালি পাতার ছায়া আমার শরীরে
কোথাও কোনও হরিণ নেই আর
যত দূর যাই কাস্তে’র মতো বাঁকা চাঁদ
শেষ সোনালি হরিণ-শস্য কেটে নিয়ে গেছে সে
তার পর ধীরে-ধীরে ডুবে যাচ্ছে
শত-শত মৃগী’দের চোখের ঘুমের অন্ধকারের ভিতর।