আকাশের নক্ষত্রেরা

আকাশের নক্ষত্রেরা ধোঁয়া হয়- অন্ধকার হয়ে যায় চুপে
এ-পৃথিবী এক দিন পাবে তার তালপিণ্ড বরফের স্বাদ
সেই দিন ঈশ্বরের নীল ধ্যান মানুষের শরীরের রূপে
ব্যাহত হবে না আর; বেঁচে আর র’বে না ক’ সৌন্দর্যের সাধ
মানুষের কবিতায় সেই দিন;- যদিও সৌন্দর্য নিজে র’বে
কোনও এক সম্রাটের মহনীয় প্রাসাদের ল্যাম্পের মতন নীরবে

মানুষের কবিতার মমি’ও র’বে না নিচে- চাঁদের আলোর নিচে হিম
পরীদের শরীরের হস্তিদন্ত রং- প্যাগোডা’র মতো স্তব্ধ নদী সব
উপনিষদেরও শ্বেত পাতাগুলো কোনও এক মধুর অন্তিম
কোলে ক’রে গন্ধকের আবর্জনাহীন শূন্যে ঘুমাবে নীরব।