আকাশের অই পারে

আকাশের অই পারে তুমি এক দানবী জননী
উঁচু দেহ: রাত্রি আর সান্ত্বনার স্থির সমন্বয়
নক্ষত্রেরা মানুষের মতো করে উচ্ছৃঙ্খল ধ্বনি
আগুনের মুখে মোম ধীরে-ধীরে অন্ধকার হয়

শিশু সব: পৃথিবীর রৌদ্রে, ফুলে, ঘাসে
রং-বেরঙের জামা ইজেরে করিছে সব খেলা
কেউ ভুলে হেঁটে যায় ঢের দূর- ফিরে নাহি আসে
তুমি নও তাহার সঙ্গীরা তারে করেছে রক্তিম অবহেলা

তুমি নও: নক্ষত্রের অই পারে দানবীর আঁধার প্রাসাদে
তুলে নাও রঙিন ইজের প’রে যেই শিশুমুখ চ’লে আসে
অশ্রুমাখা রং সব- তাই তুমি স্তব্ধ চোখে- হৃদয়ের সাধে
তাদের নিভায়ে ফেল- জাগাও না আর অই পৃথিবীর ঘাসে।