আকাশের সুবিস্তীর্ণ রাত

আকাশের সুবিস্তীর্ণ রাত তার সাদা-সাদা মেঘ
অনেক গভীর সাদা মেঘ নিয়ে- মরণের ও-পারের মতো
এলো এক জীবনের অজানিত নিঃশব্দ আবেগ

বাতাসের সঙ্গে এলো: সমতল- বিস্তৃত- ধূসর
হয়তো-বা কোনও দূর টাহিটির সমুদ্রের থেকে
ভাবে মন- তবু এই আকাশের সাদা-সাদা গাভী’দের ঘর

পৃথিবীর পথে নয়- নীল নভে নিশীথের গাঢ় নীলে সাদা-সাদা গাভী
ভেসে যায়- সাথে-সাথে বাতাসের পারিজাত-ধূসরতা ভাসে
কোন অপার্থিব শস্যখেতে তারা চ’লে যায়, ভাবি।