আকাশরেখার পারে

আকাশরেখার পারে- অইখানে- এখন নিরস্ত হয়ে রয়েছে সময়
অথবা নিরস্ত হয়ে প’ড়ে আছে ব’লে মনে হয় আমাদের
তবুও নিজের গুণে কাজ ক’রে যায় রোজ- বিকেলের হেমন্ত-আলোয়
টের পাই- গভীর শিল্পীর হাতে অঙ্গারের রেখার মতন
কয়েকটি কালো কাক মুহূর্তেই প্রতিভাত হয়ে
ব’লে গেল: প্রতিভা রয়েছে প’ড়ে যদি তুমি অবহিত চোখে
চেয়ে দেখ- আদিম কারণ আছে (হয়তো-বা) শীর্ণ দার্শনিক
এখনও মোমের কাছে ব’সে ভাবে- অথবা অনন্ত অভিক্ষেপ
রয়ে গেছে;- অইখানে ঢের কাক অর্জুন-গাছের
অতীব উচ্চতা পেয়ে খুশি আজ হেমন্তের বিকেলবেলায়
কমলা-রঙের রোদে- যখন পাতার চেয়ে শাখা বেশি ব’লে দীর্ঘ গাছ
(দীর্ঘতর হয়ে গিয়ে বিকেলের রোদের ভিতরে)
শাখা ও আকাশ, কাক যে যাহার শরীরের রেখার ভিতরে
(অপর জিনিস হয়ে মিশে গিয়ে পুনরায় নিজের নিয়মে)
মিশে গেছে; সে-ও সৎ; কাক ও নদীর জলের ত্রিসীমায়
যখন সকলে ছবি, হেমন্তের বিকেলের মতন নির্জন।