এখন এমন দিন এসেছে

এখন এমন দিন এসেছে এ-সময়ের স্রোতে
শান্তিকামী মানুষের হৃদয়ের গুণ
অভিশপ্ত হয়ে ফেরে সকলের কাছে- তার নিজের বিচার
(যদি-বা বিচার থাকে) দগ্ধ ক’রে নেয় আপনাকে
অন্যায় প্রশান্তি দেখে হৃদয়ের- আমাদের কেউ
কী ক’রে তাহাকে আর আশীর্বাদ করি
মাথার উপরে সূর্য নিয়ে দীপ্ত নিত্য জন্তুর মতন
সকলে চলেছি বটে- সে কেবল শরীরের ছায়া
রক্তিম কঙ্করে দেখে অবলুব্ধ হয়ে
ছায়াকে এড়াতে চায়- লজ্জাবতী লেমুরের মতো
ছায়াকে ডিঙিয়ে গিয়ে শান্তির প্রেমিক
তবুও শান্তির কোনও দোষ-
দেখেছে শান্তির কোনও দোষ নেই, প্রতিটি ঘাসের
সমীচীন শিষ এসে ব’লে যায় সৃষ্টির আচার
অবশেষে মানুষের অবহিত মেধাবী মনের
নিকটে বিনীত হয়ে- অনুভব করি আমি, জানি
কেন এই বিজ্ঞাপন- তবু- তার সকল অক্ষর
এখনও মায়িক ঘাস: আমাদের অজ্ঞতার কাছে।