এখন কে যাবে আর বনের ভিতরে

এখন কে যাবে আর বনের ভিতরে
এখন সকলই শূন্য সমতল
বনানীর শেষ গাছ কাটা হয়ে গেছে
ঢের দূরে চ’লে গেছে কাঠের ফসল
সিংহ তার বাদামি সোনার দীপ্তি নিয়ে
বাঘ তার আগুনের মতো চোখ নিয়ে
ধ’রে রাখো তাকে তুমি,ধ’রে রাখো, তুমি
ক্রমেই স্তিমিত হয়ে যেতেছে হারিয়ে

যে-ছবি দেখি নি আমি কোনও দিন:
বন নেই: বন আছে; মরু নেই: কাঁদে মরুভূমি
সেইখানে বড়ো বিড়ালের আলো; প্রেম শেষ হয়
ধ’রে রাখো, তাহাদের ধ’রে রাখো তুমি

চারি-দিকে কামানের আশাতীত রোল
মানুষের পরিভাষা নানা শব্দ করে উচ্চারণ
সকলই গণিকালয় মনে হয় যখন সোনালি
গণিকালয়ের মতো মনে হয় যখন সোনালি
সিংহ তার সিন্ধু হতে করেছে গর্জন
এই পৃথিবীর সব নির্ঝরের পাশে
সবুজ পাতায় ভিজে বনানীর ফাঁকে
আমরা বাতাস ধ’রে বানায়েছি মহান বিড়াল
আগুনের অসীমের ঘন ঘোর বিড়ালপনাকে।

সিংহ তার বাদামি সোনার দীপ্তি নিয়ে
বাঘ তার আগুনের মতো চোখ নিয়ে
ধ’রে রাখো তাকে তুমি, ধ’রে রাখো তুমি
ক্রমেই স্তিমিত হয়ে যেতেছে হারিয়ে।