একজন কবি আমি- অকবির ভিড় আমি আজ
এই শতাব্দীকে ডেকে বলি
তোমাকে দেব ব’লে মনে হয়েছিল একদিন
প্রকৃতির প্রেম প্রমিতির মতো
মনে হয়েছিল তবু- তারপর
তাহার এসব হেমন্তকাল একদিন ভালো লেগেছিল
তবুও হেমন্ত ঋতু নিরাকার কাল
ফসল গভীরভাবে ফ’লে গেলে তবু মানুষের
হৃদয় কঠিন হ’য়ে ওঠে;
সকলের তরে নয়- নিজেদের ক্ষীণ হৃদয়ের
ভরনের তরে তারা সব
ফেলে দিতে চায়
উদাস শীতের ঋতু এইসব জের টেনে চলে
বসন্তের হাওয়া পাখি ভোর
আকাশে একটি বড়ো নীল ঢেউ;- যারা
চিনে নিতে পারে
তাহাদের খুশি করে
মানুষের দেশে তবু চারিদিকে সমাকুল মুখ
মরণের সমুদ্রের যতদূর উদ্দেশে চলেছে-
জীবনের ভিতরের দিকে তারা অগ্রসর হয়।