একটা শিশুকে ওরা চেয়েছিল

একটি শিশুকে ওরা চেয়েছিল দুইজনে মিলে একদিন পৌষের সকালবেলায়
আমাদের শতাব্দীর সূচনার দিকে
সেই শিশু এসেছিল তাই

আজ তার মৃত্যু হ’য়ে গেল-
আমাদের শতাব্দীর সমাপ্তির কাছে
এতদিন কি করেছে- কি দেখেছে- কিসব জেনেছে
কিংবা এসবের চেয়ে বেশি
জীবন কাটায়ে গেছে লঘুনীল সৈকতের কাছে
সাগরের কাঁকড়ার মতো বালির নীড় বেঁধে
বধির- তবুও নীল সমুদ্রের গল্প শুনে যাব
কেউ নয়- তবুও সে সাধারণ জিনিষের মতন অমেয়৷