একটি গাধার উক্তি

বেয়াদব লোক দেখে পৃথিবীর মন
আমাদের ধূসর ধূসরতর রোমের হৃদয়
আধোঘুম হ’য়ে থেকে- নিজেদের ভয়চকিত ছবি
সন্তানে দাঁড়ায়ে আছে জেনে সঙ্কুচিত হয়।

সুরসিক লোক দেখে সামাজিক কুটুম্বেরা এসে
সায় দেয়- সব কথা পুনরায় উত্থাপন ক’রে
হেসে ওঠে ভয়াবহ ভাবে হ্রস্ব কানে
ইঁদুরের মতো মিহি হ’য়ে গেছে শালির আদরে।