একটি প্রবাদ

অনেক দেখেছি জরা পৃথিবীতে- সম্পূর্ণ মোমের বাতি জ্বেলে
কী ক’রে পরম আয়ু মানুষকে বিষয়ের সাজে ঢেলে ফেলে
ক্রমেই কুঞ্চিত ক’রে রেখে দিয়ে শুদ্ধ হয়ে থাকে নীলাকাশে
তার পর যুবকেরা রাত্রির বাতাসে
প্রেমিকের শব নিয়ে চ’লে যায়- যেন ভার বহনের সাধ
পৃথিবীর; মানুষের;- এই শুধু আত্মপ্রসাদ।
মনীষী ও রাসভকে সৃষ্টি ক’রে গড়েছিল একটি প্রবাদ।