আলো আর আঁধারের পানে

আলো আর আঁধারের পানে চেয়ে যদিও গাহিতে পারি সে অনেক গান,
যদিও বীণার তারে বেঁধে নিতে পারি সুর উচ্ছৃঙ্খল মনের মতন,
আজ তবু এক সুর জানি শুধু,- এক গান জানে শুধু মন;
ঢেউয়ের পিছনে ঢেউ ফনা তুলে ফুলে উঠে করে যে আহ্বান,
আগুন যে ক্ষুধা ল’য়ে বুকে তুলে নিতে চায় একবার স্ফুলিঙ্গের ঘ্রাণ,
তোমার পিছনে চ’লে তোমারে বুকের ‘পরে তুলে নিতে চেয়েছি তেমন!
তুমি স্খ’লে চ’লে গেছ,- আজ তাই পৃথিবীতে চলিবার করি আয়োজন;
এক পথ চিনি আজ,- এক সত্য- এক আলো- ধ’রে আছি সে এক নিশান

অনেক পতাকা ছেড়ে;- অনেক আশ্বাস শান্তি সান্ত্বনার পথ থেকে ফিরে
ড্রাগনের দাঁত দিয়ে বীজ বুনে চলিতেছি আজ এই পৃথিবীর ‘পর,
চলিতেছি পথ খুঁজে সে অনেক বেদনার- সে অনেক চিলদের ভিড়ে!
তোমার আমার মাঝে সে অনেক পাহাড় আছে,- রহিয়াছে অনেক সাগর;
বাহির হবে না তুমি যতদিন তোমারে খুঁজিয়া আমি রহিব বাহিরে,
যদিও কবরে তুমি প’ড়ে থাক,- যদিও নক্ষত্রে তুমি বেঁধে থাক ঘর!