আলোকপাত

আকাশ দিয়ে উড়ে গেলো শাদা হাঁসের ভিড়।
এইখানেতে আজ পৃথিবীর অনেক মলিন অন্তেবাসী ভাবে;
দূর উপরের নীল আকাশের রোদের বিচ্ছুরণে
ও সব পাখি রূপশালি ধান? কোথায় উড়ে যাবে?
হৃদয় থেকে বাহির হ’য়ে প্রেম বলেছে: ঐ
নীলাকাশের আজি-কাজিডাঙায় যে সব চোরা গলি থাকে
যে সব বাতাস দেয়ালা ছায়া নখ পাখশাট পাপের থেকে আসে
তারই ভিতর মৃত্যুফেনশীর্ষে ওঁরা পরস্পরকে ডাকে।
ওরা জানে; সব কুয়াশা পেরুনো এক অব্যর্থ নির্দেশ
ওদের বুকে;- শুধু ডানার পিস্টনে তা নয়;
প্রেমই ওদের দিক চিনিয়ে সাগরবলয় কল্লোলে পৌঁছায়।
হৃদয়, এ-সব স্বপ্ন-পরিভাষা মনে হয়।
তবুও ঠিক। আমিও যুগের অকূল কিনারা ভেঙে
অনেক দিনের অনুষঙ্গে চেনা সে এক অমেয় নারীর পানে
যেতে-যেতে আসছে এসে-যাওয়া যুগের অবসাদে ঐ পাখিদের প্রেম-
স্বীকার করি; আমাদেরও প্রেমে কিছু আলোকপাত আনে।

যুগান্তর। শারদীয় ১৩৫৬