আমাদের এই সব

আমাদের এই সব ধৃষ্ট গড্ডলিকাদের গতি
সারি বেঁধে চ’লে যায়: বৃষ্টির শব্দের মতো
অন্ধকারে; অসংখ্য কীলকলিপির থেকে আজ
ঘুমের বিমন তার ছায়া ফেলে আমার বিমূঢ়তর চোখে
ঢের যুগ- শতাব্দীর পরে ক্রমে সমীচীন- ক্লান্তিবিহীন
নাসিকাকে ব্যবহৃত হতে দিয়ে- তার পর- ক্রিসেস্থিমামে
কোনও ঘ্রাণ নেই- এইখানে নদীর শরীরে
মেঘেরা গিয়েছে মুছে ভ্রাম্যমাণ হুয়েনৎসাঙের
বিবর্ণ অলীক সাদা কাপড়ের মতো।