আমাদের দু’জনের এই রাত্রির

আমাদের দু’জনের এই রাত্রির শেষ নেই প্রিয়;
এই অন্ধকার
বহিঃপ্রকৃতির দিকে একবার তাকাবে যখন
তখন সময় সব আলো বেগ গুঞ্জনের শেষে
নিজের চেয়েও বড়ো অখন্ড আকাশের অবসর
পেয়ে গেছে
সময় ও মানবের হৃদয়ের এই
অনিঃশেষ প্রতিধ্বনিময়
অমেয় সোপান স্বপ্ন সত্য উন্মেষের
মতো এই অন্ধকার-
আলোয় কে যাবে ফিরে আর।