আমাদের পৃথিবী ও সমুদ্রের পরিসর

আমাদের পৃথিবী ও সমুদ্রের পরিসর কেমন বৃহৎ
দেশে-দেশে সরাইখানায় কত গান গোলমাল
ক্রমেই নীলিমা নীল হয়ে ওঠে; দুই জোড়া শিঙে
ভেড়ার মুণ্ডের ‘পরে ঘুসি মারে তবুও তো ভেড়ার কপাল।

তবুও অনেক আলো রয়ে গেছে সারা-দিনমান
চ’লে যাই মোসায়েব যত দূর আমাদের পথ চিনে লাল
শালুর নির্মলতা ছড়ায়েছে- দুই জোড়া শিঙে
ভেড়ার মুণ্ডের ‘পরে ঘুসি মারে তবুও তো ভেড়ার কপাল।

দেবদাসীদের সুর আলোকিত হয়ে ওঠে সকালবেলায়
রুদ্রর দক্ষিণ মুখে দাঁড়ায়েছে সব দিকপাল
প্রসন্ন নগরী, নারী, দার্শনিক- দুই জোড়া শিঙে
ভেড়ার মুণ্ডের ‘পরে ঘুসি মারে তবুও তো ভেড়ার কপাল।

তবুও অনেক রৌদ্র রয়ে গেছে সারা-দিনমান
গভীর আঁধারে তবু লাল টিনে সরবরাহের সব মাল
রঙিন পাতাল গড়ে- ভাঙে- গড়ে- দুই জোড়া শিঙে
ভেড়ার মুণ্ডের ‘পরে ঘুসি মারে তবুও তো ভেড়ার কপাল।

এক শতাব্দীর মৃত্যু হয়ে গেছে ব’লে তার সোনালি বালির
বিছানার থেকে কথা ব’লে যায় দু’টো কঙ্কাল
গণিকা ও জ্ঞানপাপী দার্শনিক- দুই জোড়া শিঙে
ভেড়ার মুণ্ডের ‘পরে ঘুসি মারে তবুও তো ভেড়ার কপাল।