আমাদের সমুদ্র ঘিরেছে

অনেক জাহাজ এসে আমাদের সমুদ্র ঘিরেছে
আমাদের দেশ ঘিরে গোলাকার সাগরের সীমা
নিসর্গের অন্ধ সত্যে অপরূপ নীল হয়ে আছে
চারি-দিকে মানুষের শক্তির মহিমা
তবু তাকে মহীয়সী গণিকার রূপে
সময়ের কাছে তুলে ধ’রে
স্মরণীয় ভূমিকায় আমাদের জন্ম হয়েছিল
এ-রকম সমুদ্রের নীলাভ রগড়ে

অনেক মেশিন এসে আমাদের আকাশ ঘিরেছে
আমাদের দেশ ঘিরে অবারিত আকাশের সীমা
নিসর্গের মানুষের মতো
স্মরণীয় ভূমিকায় আমাদের মৃত্যু হয়ে যায়
দানবীয় সন্ততিরা জন্ম লাভ করে।