আমার একটি দিন

আমার একটি দিন শেষ হ’ল মৃত কাগজের মতো হ্যান্ডবিলে।
পুরাতন কাজ নিয়ে আমার টেবিলে
লুপ্তপ্রায় ডোডোদের একটি ক্রেয়ন ছবি আঁকি
অথবা বিলুপ্ত হ’য়ে নিজেদের মর্যাদার মতো সব পাখি
বিকেলে দাঁড়ায়ে আছে- আমাদের সব গৌড়জনচিত
মন্থর মীমাংসা শুনে নিজ মনে ঈষৎ বিনীত
হ’য়ে আছে মনে ক’রে যখন তাদের আমি বাজকুড়ুলের সুরে, মৃত্যুর
গাম্ভীর্যে ধারণা ক’রে নিতে চাই- ভিতরে সে এক নারীকে মনে পড়ে।