আমার হাতের কাজ অন্ধকারে

আমার হাতের কাজ অন্ধকারে ফুরোলো যখন,-
যখন অনেক গল্প শেষ হ’ল,- অবসন্ন মন
একা জেগে রয় যদি সে-দিন এ-পৃথিবীর ‘পর,
বাদুড়ের মতো একা কোটরের ছায়ার ভিতর
তখন সে জেগে রবে!- এই কালো দেয়ালের পাশে
যখন অনেক রাতে অন্ধকার- শীত নেমে আসে,
পুরোনো মানুষ যারা তাদের মতন শব্দ করে
পুরোনো গাছের পাতা কুয়াশায় পড়িতেছে ঝ’রে
তখন অনেক রাতে!-

এই কালো দেয়ালের পাশে
জাগি যদি- জেগে রবো- জেগে রবো দিনের আশ্বাসে
গাছের গুঁড়ির মতো হ’য়ে যাবে যখন শরীর,
মাথার কোটরে তবু স্মৃতি আর স্বপ্নের ভিড়
জেগে রবে; জেগে রবে বাদুড়ের মতো ডানা মেলে
আমার হাতের কাজ অন্ধকারে শেষ হ’য়ে গেলে!

রচনাকাল: ১৯২৮ (?)
কল্লোল। শতাব্দীর সন্ধিক্ষণে উৎসব। জুলাই ২০০০