আমার নিকট থেকে

আমার নিকট থেকে অন্য সব প্রেমিকেরা স’রে গেলে- মৃত হয়ে গেলে-
তখন মাথার ঘাম পায়ে ফেলে- অন্ধকারে- তখনও সক্রিয় র’বে প্রেম
বহুবিধ বিভিন্ন উত্তেজ নিয়ে পৃথিবীর মানুষেরা রক্তপাত করে
প্রতি মানুষেরও আছে আপনার চেতনার পৃথক টোটেম
আমারও হৃদয় ক্রমে স্থবির- স্থবিরতর ভূত হয়ে আসে
পৃথিবীতে বহু দিন বেঁচে থেকে রুধিরের অন্ধ সংস্কারে
মনীষীর হাত থেকে অন্য মনীষীর হাতে গিয়ে ক্রমশই ব্যবহৃত হয়ে
তবুও প্রমূর্ত কথা দু’-চারটা হৃদয়কে যে শেখাতে পারে
নতুন স্কুলের দিনে সেইখানে শরীরের অতি-পুরাতন ব্যবসায়
নিজেকে ক্ষয়িত ক’রে ধীরে-ধীরে হয় তবু আরও কর্মক্ষম
পাখির ছানাকে ঘিরে বৃত্ত এঁকে দিলে সে কি স্তব্ধ হয়ে থাকে?
আমরা তেমন সব। প্রতি নিয়তই প্রেমে ল’ড়ে যাই আর-এক রকম।