আমার অতীত

আমার অতীত কবে শুরু হল, শুনঃশেফ
বর্তমান ভবিষ্যৎ চলেছে কোথায়
পৃথিবীর রাজনীতিজ্ঞরা সব
আমারে চিনেছে টায়-টায়
বিশেষ সংবাদদাতা এ-ঘাঁটির
তারও সাথে মুখ-চেনাচিনি
সিঁড়ি বেয়ে স্বর্গে উঠে তবুও উন্মার্গে
তোমাকে উর্বর ভোট দেব, চিত্রসেনী

না হলে নরকে নেমে
একটি কুকুর সাথে নিয়ে
দেখে যাব অবিচ্ছিন্ন সিনেমেটোগ্রাফ
পরিধির ভিতরে দাঁড়িয়ে
মানুষ কুকুর আর পরিপ্রেক্ষিত
তুষালোকে হয়ে গেছে পুরুষ-প্রকৃতি যেন এক কি দেড়েক
যদি না সরমা কিছু অসোয়াস্তি বোধ করে- সারমেয় ব’লে
বাতাপী-অগস্ত্যদেরও এইখানে তৃপ্ত বিবেক
বাতাপী অগস্ত্য সব কর্মীদের এইখানে তৃপ্ত বিবেক
এইখানে তৃপ্ত গণতন্ত্রের বিবেক।