আমি যদি কোনও দিন

আমি যদি কোনও দিন চ’লে যাই এই আলো অন্ধকার ছেড়ে,
চ’লে যাই যদি আমি অন্য এক অন্ধকার- আলোর আকাশে,
পায়ের অক্ষর সব মুছে যায় যদি এই ধুলো-মাটি-ঘাসে,
ওগো পথ,- এক জন চ’লে যাবে তবে শুধু;- পাবে অনেকেরে
তোমার বুকের কাছে তবু তুমি;- কখন যে ক্লান্তি এসে ঘেরে
আমাদের,- কখন জড়ায়ে পড়ি অবসাদে- সময়ের ফাঁসে!-
কখন পাতার মতো খ’সে যাই- ক্ষ’য়ে যাই উত্তর বাতাসে!
কখন মাছির মতো আমাদের মৃত্যু এসে নিয়ে যায় কেড়ে

আমরা জানি না কিছু;- একদিন ওগো পথ,- যাই যদি চ’লে,-
শীতরাতে স্থির নক্ষত্রের তলে আসে যদি ঘুমের সময়,
মনে হয় যদি ঐ আকাশের নক্ষত্রের সাথে শেষ হ’লে
মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষার তৃপ্তি হয়- শান্তি তবে হয়,-
সেই কথা কে শুনিবে সেই দিন!- তখন যে ঘুমায়ে সকলে;
আমার পায়ের পথ পৃথিবীর সে কি তবু কান পেতে রয়!