আমি কি আবার সেই

আমি কি আবার সেই নদীটিরে খুঁজি
মধ্যসমুদ্রের কোলে ব’সে
অন্ধকার রজনীরে বুকে নিয়ে
যাত্রাগত জীবনের শেষ পরিণাম
এমনই- বা শান্তি- নিস্তব্ধতা
নদীরা জানে না এই কথা
জীবনের আশা ক’রে সমুদ্রের বুকে তারা যেতেছে হারিয়ে
মৃত নাবিকের ভিড় জানে শুধু:
মৃত বনস্পতিদের কাণ্ডে ভেসে-ভেসে-
যে-জীবন জলের গোলকধাঁধা- অন্ধকার সময়হীনতা।