আমিও তোমার সাথে

আমিও তোমার সাথে খেলা ক’রে নিতে ভালোবাসি
দিনের সোনালি আলো ফুরোবার আগে
আমার কণ্ঠের সুরে পিপুলগাছের ‘পরে কাঠবিড়ালীর
কানে হাতুড়ির মতো লাগে
আমার কণ্ঠের সুরে প্রান্তরের মরখুটে ঘোড়া
গোরুচুরি ক’রে স’রে যায়
তবুও শঙ্খচিল বেবিলন থেকে নেমে এল
প্রিয় মহিলার মতো স্বাভাবিকতায়৷