আমলকী রঙের আকাশে

নক্ষত্রেরা আমলকী রঙের আকাশে
অনেক শাখার পিছে- স্থির
পল্লবেরা মাছি যেন- পাখি যেন-
পেঁচা’র শরীর

লেবুর ফুলের গন্ধে
আঘাত লাগে না আর তাহাদের প্রাণে
কড়ি’র মতন ক্রূর ব্যথা শুধু মানুষের
প্রবীণ পৃথিবী তাহা জানে

সজিনাফুলের ফেনা আঁকাবাঁকা গাছে
নক্ষত্রেরা হয়ে আছে স্থির
এই সব নিশীথের দেহ যেন
হয়তো-বা আমার শরীর

অনেক ঘুরেছে ক্ষুধা- বিসদৃশ
এ-বার ধূসর স্বাদ নিয়ে এসো ঘরে
গোলাপজামের থালে মক্ষিকার মৈথুন
নিভে যাক মাথার ভিতরে।