আমরা এ-পৃথিবীতে এসে

আমরা এ-পৃথিবীতে এসে
পাথর ভেঙেছি শুধু হাতুড়ির ঘায়ে
যেই ধুলো পাওয়া যাবে এক দিন আমাদের পাঁজরা গুড়ায়ে
ঢের আগে দেখে গেছি তারই প্রতিভায়
সাদা চোখে- নষ্ট প্রান্তরের থেকে আসিছে বাতাস
ভেসে যায় চুম্বক-পাহাড়ের কালো সানুদেশে
মাথার উপরে চিল বেলুনের মতো চলে ভেসে
নিখিল তারের জালে আমরাও তা’র
তবুও কাহারও কাছে রয়ে গেছে প্রাথমিক বোতামের খেই
সে টিপিলে আলো জ্বলে জোনাকি’তে- গ্যাসের বাতিতে
সেঁক গিলে ভেবে দেখা ছাড়া কোনও বিনিয়োগ নেই
ফোঁপরা করেছি মোরা ইতিহাস মৃত্তিকার রাশ চিনে নিতে
রাতের আঁধারে রুদ্ধ খোঁয়াড়ের প্রাণীদের প্রয়োজন হয়
দিনের আলোয় উঁচু ফ্যাক্টরি’র মিনারের মন্দিরের দিকে চেয়ে নাই সংশয়
পশ্চিম মেঘের পারে সুদূর নিভৃতে
ওরাই আবার যাবে জিতে।