আমরা যাব না আর রাতের ভিতরে

আমরা যাব না আর রাতের ভিতরে
যেখানে বনের পথে মানুষ হারায়ে ফেলে দিশা
যেখানে সবুজ পাতা বিশ্বস্ত হাতের মতো নড়ে
আমরা যাব না আর বনের ভিতরে

সেখানে মানুষ ছাড়া অপরের রয়েছে মনীষা
আমরা যাব না আর দিনের ভিতরে
যেখানে বনের পথে অগণন ছায়ার শরীর
নদী- গাছ- অথবা অপর কোনও মানুষের মতো রূপ ধরে

আমরা যাব না আর বনের ভিতরে
যেখানে প্রতিটি গাছ রৌদ্রের মর্মরে প্রতিটির
শাখা ছুঁয়ে অন্য এক পরিভাষা ব্যবহার করে
চোখের আগুন ঢেকে হৃদয়ে স্তিমিত হয়ে বাঘ তাহা বোঝে
কাকাতুয়া সাদা বাঘ; বৃহল্লাঙ্গুল তার নিজ মনে নড়ে
আমরা যাব না আর বনের ভিতরে
যদিও অপর মৌন মানুষেরা আমাদের খোঁজে।